ঝিনাইদহে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির শাস্তির দাবিতে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ সৌভিক পোদ্দার।। ঝিনাইদহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কর্তৃক সারা দেশে ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন করে দলটির নেতাকর্মীরা। মানববন্ধনে আগতরা বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। বক্তারা বলেন, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় হয়েছে বলে আজ দেশে এতো ধর্ষণ বেড়ে গেছে। দেশে যদি জনসম্মুখে ধর্ষণের বিচার করা হতো, তাহলে আর কেউ মা-বোনের দিকে খারাপ নজরে তাকানোর সাহস পেতো না। যদি দ্রুত ধর্ষণের বিচার না হয় তাহলে আমরা জনগণ নিজের হাতে তাদের বিচার করতে বাধ্য হবো বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ এম নাইম, সাধারণ সম্পাদক আবু সাইদ উসামা, দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম সহ অন্যান্যরা। SHARES সারা বাংলা বিষয়: