বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলমাকান্দা উপজেলার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

নাজমুলহুদা।।

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, কলমাকান্দা প্রেসক্লাবের সাংবাদিক সহ ব্যবসায়িক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আমানুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সামাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা উসমান গনী, হেফাজতে ইসলাম’র সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম হামিদী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোজাম্মেল হক মিলন। এছাড়া, স্থানীয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, ইসলামি মূল্যবোধ এবং দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। শেষে, সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়।