খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ কর্তৃক ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

এইচ এম হক।।

সিরাজগঞ্জের চৌহাল উপজেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ কর্তৃক ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৭ এপ্রিল সকাল ১১টায় ,খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে। এ সময় গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে এবং নিপীড়িত গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য “নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপ” এ স্লোগান কে সামনে রেখে আজ খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ কর্তৃক এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ,মোঃ সেলিম রেজা,  প্রধান শিক্ষক, উম্মে হানি মলি  তালুকদার, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।