এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এ্যাডঃ মোমরেজুল ইসলাম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।

এসএসসি, দাখিল এবং সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়রা উপজেলা শাখার সাবেক আহবায়ক ও বর্তমান খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। তিনি বলেন, “কোমলমতি এস এস সি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীবৃন্দ, আজকের দিনটি তোমাদের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পরীক্ষার মাধ্যমে তোমাদের জীবনের পট পরিবর্তনের সময়। যে কারণে এই পরীক্ষার মাধ্যমে যে সফলতা অর্জন করবে, তা তোমাদের জীবনের লক্ষ্য অর্জনের পথপ্রদর্শক হতে পারে।” শিক্ষার্থীদের উ্দেশ্যে তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের প্রস্তুতি, ভালো চাকরি কিংবা নিজের স্বপ্ন পূরণের পথে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল অনেক গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, তোমরা সকলে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই পরীক্ষায় সফল হবে এবং আমাদের সমাজ ও দেশের উন্নয়নে তোমরা অবদান রাখতে পারবে। তিনি মহান রাব্বুল আল আমিনের কাছে পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে বলেন , “আল্লাহ তায়ালা তোমাদের সঠিক পথ দেখিয়ে, কষ্টের ফলস্বরূপ সাফল্য দান করবেন। এই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী যেন সুস্থ ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন। পরীক্ষার্থীদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ কামনা করেছেন।”