নাটোরে পুকুর থেকে ছয়টি অস্ত্র উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫ ফরহাদুজ্জামান।। নাটোরে শহরের পুরাতন থানার পাশে একটি পুকুর থেকে ছয়টি আগ্নেয়স্ত উদ্ধার করেছে পুলিশ ।আজ বিকেলে কান্দিভিটা এলাকার তালাব পুকুর থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় । পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকালে তালাব পুকুরে মাছ ধরার সময় জালে কম্বলে মোড়ানো একটি বস্তার মত বস্তু উঠে আসে। সেটিকে উপরে তুলে কম্বল খুলে তারা আগ্নেয়াস্ত্র দেখতে পায় সাথে সাথে পুকুরের পাশে ট্রাফিক পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে আসে এবং থানা পুলিশকে বিষয়টি জানান। পরবর্তীতে নাটোর থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরে তল্লাশি চালায় । এ সময় আরো চারটি শট গান উদ্ধার করা হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিলী শারমিন সুলতানা নেলি বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় ডুবুরি দল পুকুরে তল্লাশী চালিয়ে ৪টি শটগান এবং জেলের জালে একটি একনলা বন্দুক ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা সহ সন্দেহভাজন আরো পুকুরে পুকুরে তল্লাশি চালানো হবে। SHARES সারা বাংলা বিষয়: