খ্যাতিমান কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত! দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।। জয়পুরহাট পাঁচবিবির সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম,দৈনিক সাথমাথা ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি খ্যাতিমান কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান। পেশাগত জীবনে তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষের এক দৃঢ় কণ্ঠস্বর, যিনি কখনোই আপস করেননি অন্যায় বা দুর্নীতির সঙ্গে। সাংবাদিকতা জগতে তাঁর অসামান্য অবদান ও নির্ভীক অবস্থানের জন্য তিনি ছিলেন সর্বমহলে শ্রদ্ধেয়। আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭.১৫ মিনিট-এ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন খ্যাতিমান কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি ১ স্ত্রী,১ ছেলে ও ১ মিয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ,রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে শোকবার্তা জানানো হয়েছে এবং তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বাদ যোহর তাঁর ১ম জানাজা নাসাজ অনুষ্ঠিত হয় পাঁচবিবি বাইতুন নূর জামে মসজি-এ এবং ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তাঁর নিজ গ্রাম পাটাবুকাতে । এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন,যারা চোখের জলে বিদায় জানান এই নির্ভীক সাংবাদিককে। তাঁর কর্মজীবনে তিনি দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে ছিলেন সদা সক্রিয়। নিঃস্বার্থভাবে তিনি সত্যের পক্ষে কলম চালিয়েছেন, যা আজও বহু মানুষের প্রেরণা। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে,তা সহজে পূরণ হবার নয়। সংবাদিকতার জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল আলোকবর্তিকা, যাঁর সাহসী ভূমিকা চিরকাল মনে রাখবে পাঁচবিবি উপজেলা বাসী। বিশিষ্ট সাংবাদিক আবু হাসান এর ২য় জানাজা নামাজের পুর্বে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন ও জানাজা নামাজের ঈমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহসান,পাঁবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,জয়পুরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ইমরান হোসেন,জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মাশরেকুল আলম,পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার,দারুল ইসলা একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার,পাঁচবিবি লাল বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান,আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ লিল্টন,পাঁচবিবি ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছারাও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো লোকজন জানাজায় উপস্থিত ছিলেন। বিশিষ্ট এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন সর্বস্তরের জনগণ। তাঁর আদর্শ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে সাংবাদিকতা অঙ্গনে। SHARES সারা বাংলা বিষয়: