নাসিরনগরে দুই ইভটিজারকে একাই শায়েস্তা করে প্রশংসায় ভাসছেন এক সাহসী তরুণী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম।।

নারীর প্রতি সহিংসতা ও উত্ত্যক্ততার ঘটনা যখন সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে, তখন ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগরে ঘটল ব্যতিক্রমী এক সাহসের উদাহরণ। এলাকার এক সাহসী তরুণী নুসরাত ফাতেমা একাই মোকাবিলা করেছেন দুই বখাটে ইভটিজারকে। শুধু প্রতিরোধই নয়, প্রকাশ্য রাস্তায় দুই বখাটেকে পিটিয়ে কানে ধরে উঠবস করিয়ে ছাড়লেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণী প্রতিদিনের মতো অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে দুই যুবক তাকে বিভিন্ন অশ্লীল মন্তব্য করে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তরুণী নিজেই তাদের ধাওয়া করে ধরে ফেলে। এরপর রাস্তায় দাঁড় করিয়ে একের পর এক চড়-থাপ্পড় মারতে থাকেন। শুধু তাই নয়, উপস্থিত লোকজনের সামনে তাদের কানে ধরে ওঠবস করান। এই সাহসী তরুণীর এমন প্রতিবাদে মুহূর্তেই ভিড় জমে যায় আশেপাশে। কেউ কেউ ঘটনার ভিডিও করেন, কেউ বা বলেন, “আমরা ভাবতেই পারিনি মেয়েটা এতটা সাহসী।” এদিকে, স্থানীয়দের অনেকেই বলছেন, সাহসী এই তরুণীর মতো প্রতিবাদই এখন সময়ের দাবি। কারণ ইভটিজিংয়ের শিকার হয়ে বহু নারী মুখ বুঁজে সহ্য করেন অপমান, আর প্রতিরোধ করতে গিয়ে অনেক সময় পড়তে হয় আরও ভয়াবহ বিপদের মুখে—ধর্ষণ বা হত্যার মতো ঘটনারও শিকার হতে হয়। তরুণীর প্রতি এলাকাবাসীর এই সমর্থন সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—যদি অন্যায় প্রতিরোধে সবাই একসঙ্গে দাঁড়ায়, তবে সমাজে অপরাধীরা জায়গা পাবে না।