শরীয়তপুর পৌর মার্কেটে ময়লার ভাগাড় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ নাজমুল হোসাইন রাকিব।। বাতাসের সাথে ছড়াচ্ছে দুর্গন্ধ নেই যেনো ড্রেনেজ ব্যবস্থা সেঁতসেঁতে পরিবেশ প্রথম দেখাতে মনে হতে পোকামাকড়ের আখড়ার বাসস্থান। শরীয়তপুর সদর পালং মধ্যে বাজারে পৌর সুপার মার্কেটের ঠিক পূর্ব কোণে ময়লার ভাগাড় যেন চোখে পড়ার মতো। পরিত্যক্ত ঘোষণা কৃত টি এন্ড টি অফিসের সামনের চিত্র এটি ,অফিসে ঝুলছে তালা নেই কর্মকর্তা- কর্মচারী বিগত কয়েক বছর ধরে এভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে অফিস মূলত অফিসটি পরিত্যক্ত হওয়ার পর থেকেই এখানকার দুরাবস্থার পরিধি একটু একটু করে বেড়ে চলেছে। খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে বজ্র এই বিষাক্ত বজ্রের দুর্গন্ধ যেন বাতাসের সাথে দ্রুত ছড়িয়ে পড়েছে চারদিকে এতে জনজীবন ক্রোমশাই ঝুঁকির দিকে যাচ্ছে। বিষাক্ত রঙিন পলিথিনের ব্যাগ, টুকরো কাপড়,বাজার জাত বোতল ,সিগারেট এর ঠোসা, আইসক্রিম এর ঠোসা , সিগারেটের ফেলে দেওয়া অবশিষ্ট, থেকে শুরু করে কি নেই সেখানে যে যেভাবে পারছেন রীতিমতো ফেলার প্রতিযোগিতা করে যাচ্ছে। পৌরসভা কতৃপক্ষের সঠিক নজর দারি না থাকার কারণে খোলা আকাশের নিচে এভাবে অব্যবস্থাপনা আর বেখেয়ালি পনা নিত্য দিনের দৃশ্য। বাতাসের সাথে বিষাক্ত গন্ধ এতে এই পথটিতে খুব কম মানুষের আনাগোনা দেখা মেলে যারাই যাচ্ছেন তাদের শরীরে বাসা বাঁধছে শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন আলাদা আলাদা রোগে । সরজমিনে গিয়ে দেখলে মনে হতে পারে এটা শহরের পরিত্যক্ত কোন এক ভুতুড়ে স্থান কিংবা লোকালয়ের দুরের কোন এক ময়লার স্তূপ কিন্তু নয় ব্যপারটা ব্যতিক্রম। যদিও পৌরসভা থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রাখা যাবে না নির্দিষ্ট একটি স্থানে বজ্র ফেলতে হবে কিন্তু কে শোনে কার কথা যে যেভাবে পারছেন নিজের ইচ্ছা স্বাধীন বজ্র ফেলে আবর্জনা তৈরির অংশগ্রহণে ব্যস্ত। তবে অনেকেই দুষছেন শরীয়তপুর সদর পৌরসভার উদাসীনতাকে তাদের দাবি পৌরসভা থেকে এখানে কখনোই সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত পৌরসভা কতৃপক্ষের নজর দারি লক্ষ্য করা যায় নি তাই দিন যত গড়াচ্ছে পরিবেশ ঝূকি ক্রমশাই বাড়ছে। SHARES সারা বাংলা বিষয়: