কাহালু বগুড়া থেকে সরাসরি বেতার কেন্দ্রের পুর্নাসম্প্রসারণ চাই এই দাবিতে মানববন্ধন করেন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
মোঃ আবু সাঈদ।।

সকাল ১০ঃ৩০ মিনিটে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব এ এস এম জাহিদ সহ বেতারের উর্ধ্বতন ও কর্মকর্তারা কাহালু বগুড়াতে বেতার কেন্দ্রটি পরিদর্শন করেন।
এ সময়ে বিভিন্ন ফেস্টুন ব্যানার ও প্লেকার্ড নিয়ে দলীয় সহ অত্র এলাকার সাধারণ শত শত মানুষ উপস্থিত হয়ে মানববন্ধন ও বিভিন্ন ফেস্টুন ব্যানার বহন করে সকলের দাবি কাহালু বগুড়া থেকে সম্প্রচার করা হোক এবং পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে এটাকে চালু করা হউক।
কাহালু উপজেলা ও পৌর বিএনপি নেতৃত্ববৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্দ্যেগে মানবন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু -নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন , এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুর মান্নান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহবুদ্দিন সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।