রামপালে আশার মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ শেখ মাসুম বিল্লাহ।। বাগেরহাট রামপালে আশার মাছ চাষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার বাগেরহাট জেলা ম্যানেজার মোঃ মিলন মিয়া। আশার রামপাল ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রেজবহ উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও রামপাল ব্রাঞ্চ এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্দ্রজিত মন্ডলের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম ও মোঃ হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা রিজিওনাল ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম (বকুল),রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক খান জিল্লুর রহমান প্রমুখ। কর্মশালায় রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৩০ জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান। SHARES সারা বাংলা বিষয়: