রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি ও বিভিন্ন অপকর্মের অভিযোগ করেছে এলাকাবাসী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ মহসিন কামাল।। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা বিদ্যানন্দ ইউনিয়ন যুব দলের আহ্বায়ক এরশাদুল হক ও তার অপর সহযোগী বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ শিমুল রানা, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আতিক ও তার কমিটির দপ্তর সম্পাদক মোঃ আমজাদ হোসেন,সদস্য জিয়াউর রহমান জিয়া, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ এর সদস্য বাবুল সোনারের বিরুদ্ধে চাঁদাবাজি দখল দারী, ও বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। যানা যায় গত ০৫ আগষ্ট ২৪ এর পর থেকে উক্ত এরশাদুল চক্রটি তার নিজ এলাকা বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারের আশপাশে সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি,অবৈধ দখলদারি, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে এবং এলাকার নিরীহ মানুষকে হুমকি দিচ্ছে।এ ব্যপারে বিগত ১৪/১১/২৪ ইং তারিখ নুরুজ্জামান বসুনিয়া নামক এক ব্যক্তি চক্রটির বিরুদ্ধে রাজারহাট থানায় চাঁদাবাজির অভিযোগ করেন এরপর বিগত ২২/১১/২৪ ইং তারিখ মহসিন কামাল নামক এক ব্যাক্তি উক্ত চক্রটির বিরুদ্ধে রাজারহাট থানায় চাঁদাবাজির অভিযোগ করেন, পরবর্তীতে বিদ্যানন্দ ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কমিটির ১৭ নং সদস্য রফিকুল ইসলাম সাদ্দাম বিগত ০৬/০১/২৫ ইং তারিখ রাজারহাট থানায় ও ০৭/০১/২৫ ইং তারিখ অস্থায়ী সেনা ক্যাম্পে এরশাদুল সহ তার চক্রটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন। তার পরেও কোন ভাবে উক্ত এরশাদুল চক্রটির এহেন কর্ম কান্ড থেকে বিরত করতে না পেরে বিগত ২৩/০৩/২৫ইং বিদ্যানন্দ যুব দলের আহ্বায়ক কমিটি সকল যুগ্ম আহব্বায়ক,সদস্য সচিব,ও সকল সদস্য তার বহিষ্কার চেয়ে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করে এরশাদুলের বিরুদ্ধে দলীয় ভাবে বহিষ্কার চেয়ে উপজেলা, জেলা,কেন্দ্রীয় যুব দলের সভাপতি / সাধারণ সম্পাদকের নিকট লিখিত অভিযোগ করেন। কোন প্রকার প্রতিকার না পেয়ে এলাকাবাসী বিগত ০৬/০৪/২৫ ইং তারিখ রাজারহাট থানা, ডিবি কুড়িগ্রাম, অতিঃ পুলিশ সুপার,পুলিশ সুপার কুড়িগ্রাম , অতিঃ ডিআইজি অপারেশন, ডিআইজি রংপুর ও ০৭/০৪/২৫ ইং অস্থায়ী সেনা ক্যাম্প বরাবর উক্ত চক্রটির সকলের বিরুদ্ধে অভিযোগ করেন।এছাড়া এলাকাবাসী বিগত ১৫/০৪/২৫ ও ২২/০৪/২৫ ইং তারিখ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান যুগ্ম- মহাসচিব, কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, যুব দল, ছাত্র দল কেন্দ্রীয় কমিটির বরাবর অভিযোগ করেন। উল্লেখ্য যে এই এরশাদুল সহ তার চক্রের সকলে বিগত ঈদুল ফিতরে সরকারের বরাদ্দ কৃত ভিজিএফ কার্ডের ১০ কেজি চালের ২০০ কার্ড বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দলীয় ভাগের কথা বলে অবৈধ ভাবে গ্রহন করে আত্মসাৎ করেন। SHARES সারা বাংলা বিষয়: