নয়মাইলে ট্রাক-বাস সংঘর্ষে আহত ৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ মোঃ আবু সাঈদ।। বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে কুড়িগ্রাম থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস “নুর ক্লাসিক” নয়মাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হঠাৎ করে ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসের চালক মিজান (৪০), সুপারভাইজার নিতাই (৪০) এবং আরও ৩ জন অজ্ঞাতনামা যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে। চালক ও সুপারভাইজারকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, আর বাকি তিনজনকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে তবে বর্তমানে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে। SHARES সারা বাংলা বিষয়: