লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ মো ফিরোজ আলম।। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মে (শনিবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোন্দা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে প্রধান শিক্ষকগণকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেবল একজন শিক্ষক নন, তিনি একজন দক্ষ ম্যানেজারও। সহকারী শিক্ষকদের সঙ্গে টিমওয়ার্কে কাজ করার মধ্য দিয়েই শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।” তিনি আরও বলেন, “একজন শিক্ষককে তার ছাত্রদের জন্য রোল মডেল হতে হবে। একটি সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে সকল প্রাথমিক শিক্ষককে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) জনাব মোহাম্মদ আতিকুর রহমান। সভায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: