আ’লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে লক্ষ্মীপুর শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার ব্যানারে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, এনসিপি জেলা প্রতিনিধি মোবারক হোসাইন, আব্দুল হামিদ খান, এড.শামসুল জামান সোহেল, মো. ইউসুফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরমান হোসাইন, যুগ্ম আহবায়ক পারভেজ হোসাইন, রেদওয়ান হোসেন রিমন, আব্দুল হালিম সাকিব। এছাড়াও জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে চাচ্ছে। এটি একটি সন্ত্রাসী সংগঠন। দ্রুত এ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। তারা যে অপরাধ করেছে, তার কোন ক্ষমা নেই। তাদের বিচারও দ্রুত করতে হবে। এছাড়া জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।