জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।। গতকাল ১৩ মে ২০২৫ ইং রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে এক দাওয়াতি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,একটি ন্যায়ভিত্তিক, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।” এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, শহর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান,সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে নেতৃবৃন্দ স্থানীয় দোকানদারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। SHARES সারা বাংলা বিষয়: