শ্রীনগরে বনবিভাগের অনুমতি ছাড়াই সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪ শরিফুল খান প্লাবন,মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের দেলোয়ার ইয়াসমিন হাসপাতালে যেতে পথিমধ্যে ঘোলঘর চেয়ারম্যান বাড়ির উত্তর দিকে হাতের বাম পার্শ্বে সরকারি রাস্তার সাথে ঘেষে থাকা ৩ টি বড় আকারের গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ১৩ মার্চ বুধবার বেলা ১১ টার দিকে সরেজমিনে গেলে গাছ কাটার শ্রমিকের জানতে চাইলে তারা এটা নাকি স্হানীয় রিন্টু মিয়ার নিজস্ব জায়গার বপন করা গাছ।তাদের জরুরী প্রয়োজনে গাছগুলো কর্তন করতেছে। গাছ ৩ টির আনুমানিক বাজার মূল্য হবে প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি। তারপর শ্রমিকরা খবরে দিলে রিন্টু মিয়ার ছোট ভাই এসে বলে আমাদের গাছ আমরা কাটবো আবার কার কাছ থেকে অনুমতি নিবো। কারো কাছ থেকে অনুমতি আনা দরকার নাই এ ব্যাপারে উপজেলা বন বিভাগ কর্মকর্তা সেলিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কাছ কাটতে নিষেধ করেছি তারপর নাকি গাছ কাটা বন্ধ করে নাই। SHARES সারা বাংলা বিষয়: