কলমাকান্দায় কায়সার কামালের নির্দেশে ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
নাজমুলহুদা।।
ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় ‘বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী মালিক সমিতি।
সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার কলমাকান্দা সদরের প্রধান বাজারে এ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সদ্য গঠিত কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতি আহ্বায়ক এম আলমগীর।
সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এরশাদ, চয়ন কান্তি নাগ ও ফয়সাল আহমেদ বাপ্পি, সদস্যসচিব মো. সেলিম রেজা এবং উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন ।
দিনব্যাপী অভিযানে বাজারের সড়ক, ড্রেন ও পাবলিক শেডে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
নেতারা বলেন, ‘স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে নিয়মিত এই কার্যক্রম চলমান থাকবে।’ ব্যবসায়ীরাও ভবিষ্যতে নিজের দোকানপাট ও আমি দোকানের সম্যুক অংশ নিজেরাই পরিষ্কার -পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দেন।তারা আরো বলেন কলমাকান্দা বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন তৈরি করে দিলে ময়নাগুড়ি ফেলতে সুবিধা হত।