দাকোপ-কয়রা পিপলস ফোরামের সাধারণ সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। দাকোপ-কয়রা পিপলস ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার সকাল ১০ টায় সুশিলনের সহযোগীতায় নলিয়ান রেঞ্জ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পিপলস ফোরামের সভাপতি মোল্যা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, সিএমসির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী ও কাশিয়াবাদ স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোঃ আল আমিন। পিপলস ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সুশিলনের প্রকল্প সমন্বয়কারী শেখ মোঃ নুরুন্নবী প্রিন্স, রওশানারা আক্তার, পিপলস ফোরামের সদস্য আঃ সবুর, রেবেকা সুলতানা, মোঃ আশরাফ হোসেন, রুদ্রা বিশ্বাস প্রমুখ। সভায় দাকোপ- কয়রা উপজেলার পিএফ সদস্যরা উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: