চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীর জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪ মোঃ হানিফ,চাটখিল। রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (২৩ মার্চ) বিকেলে চাটখিল উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় উপজেলার খিলপাড়া বাজারে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকার দায়ে ঐ ৮ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় তাকে সহযোগিতা করে চাটখিল থানা পুলিশের একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, রমজানের শুরু থেকে চাটখিল উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করার ফলে বাজারে মোটামুটি শৃঙ্খলা রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যের মূল্য বাড়িয়ে ভোক্তা হয়রানি করতে চেষ্টা করছে। তবে প্রশাসনের অভিযানে ভোক্তা হয়রানি পর্যায়ক্রমে কমে আসবে। এসময় তিনি ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, যেখানে ব্যবসায়ীরা অনিয়ম করতে চাইবে, সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন কে অবগত করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। SHARES সারা বাংলা বিষয়: