ভিজিডি’র চাল ৬ বস্তার স্থলে দেওয়া হচ্ছে ৪ বস্তা প্রতারণার শিকার হচ্ছে সুবিধাভোগীরা পিএস হেলালের দাম্ভিকতায় চলে পরিষদ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫ ইমন মিয়া ।। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ভিজিডি’র চাল ৬ বস্তার স্থলে দেয়া হচ্ছে ৪ বস্তা। ফলে প্রতারণার শিকার হচ্ছে গরীব-দুঃখী অসহায় সুবিধাভোগীরা। ২৫ শে মে ২০২৫ ইং তারিখে পাঁচ বস্তা চাল দেওয়ার কথা থাকলেও কার্ডধারীদের কাছ থেকে পাঁচ বস্তার খাতা সহি করে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে তিন হাজার টাকা করে এমনটাই জানান ভুক্তভোগীরা। ৩০ শে জুন সোমবার ভিজিডি’র চাল বিতরণ হয়েছে ৩০ কেজির স্থলে ২৯ কেজি ও চালের বদলে টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। এসব অনিয়ম জানতে হোসেনপুর ইউনিয়ন চেয়ারম্যানের নাম্বারে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ সময় তার পিএস ধুরন্ধর হেলালকে জিজ্ঞাসা করলে দম্ভ করে বলেন” চাল “কম দিয়েছি তাতে কি হয়েছে। সকলকে ম্যানেজ করেই তো এসব কর্মকাণ্ড করি, আমাদের টাকা সকলের পকেটেই যায়। চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবিরকে কল দিলে তিনি বলেন আমি এখনই সচিবকে জানাচ্ছি। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে ফোন দিলে তিনি জানান চাল তো কম দেওয়ার কথা না,আমি এখনই চেয়ারম্যানকে জানাচ্ছি। উল্লেখ্য ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি”র নতুন কার্ড না হওয়ায় পুরাতন কাটধারীদের মাঝে ৬ মাসে ৬ বস্তা চাল দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মোহাম্মদ ইউনুস। SHARES সারা বাংলা বিষয়: