নরসিংদীর রায়পুরায় ইউপি কার্যালয়ের বারান্দায় প্রকাশ্যে দার কোপে ব্যবসায়ী খুন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
মো হিমেল মিয়া।। নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বারান্দায় প্রকাশ্যে দা’র কোপে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে শামীম (৪০) নামে এক মাদকাসক্ত যুবক। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহীন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি ব্যবসা করতেন। গ্রেপ্তার হওয়া ঘাতক শামীম একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন ট্রেড লাইসেন্সের কাজ নিয়ে ইউপি অফিসে আসেন। তখন শামীম বারান্দায় আগে থেকেই অবস্থান করছিল। হঠাৎ কোনো কারণ ছাড়াই শামীম হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। শাহীনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে শামীম পালানোর চেষ্টা করে। পরে গুরুতর আহত শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা শামীমকে ধরে পুলিশে সোপর্দ করে। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “ঘাতক শামীমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে এলাকাবাসী জানিয়েছে, শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ। তিনি প্রায়ই ইউনিয়ন পরিষদে এসে বারান্দায় ঘুরঘুর করতেন। এর আগেও সে এলাকাবাসীর ওপর হামলার চেষ্টা করেছে। এই নির্মম ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ইউনিয়ন পরিষদ ভবনের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।