জয়পুরহাট শহর জামায়াতের ২ ও ৩ নং ওয়ার্ডে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার ।।
জয়পুরহাট শহর শাখার ২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্রভিত্তিক এক গুরুত্বপূর্ণ নির্বাচনি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ জুলাই শুক্রবার মাগরিব নামাজের পর খনজনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর শেখ ওয়াজেদ আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাসিবুল আলম লিটন এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মোঃ মামুনুর রশিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, শহর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং শহর শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা আমিমুল এহসান আমান।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খনজনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সাহেদুল আহসান সোহেল, ৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ সুলতান হোসেন এবং ২ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ আজাদুল হক প্রমুখ।
প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, “আগামী নির্বাচনে ইসলামী আদর্শকে বিজয়ী করতে হবে। এজন্য আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে ইসলামের শান্তিময় বার্তা পৌঁছে দিতে হবে। যদি আমরা জনগণের মধ্যে ইসলামের পক্ষে জনমত গঠন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একদিন ইসলাম এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে। ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ নির্মূল হবে। মানুষ সুখী-সমৃদ্ধশালী ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ পাবে—এই লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে।”
উক্ত সমাবেশে বিপুলসংখ্যক ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।