চাটখিলে হাটপুকুরিয়া-গোবিন্দ পুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

মোঃ হানিফ।।

নোয়াখালী চাটখিলে ৭ নং হাটপুকুরিয়া – ঘাটলাবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একমাত্র সড়ক গোবিন্দ পুর মজুআলী বেপারী বাড়ি, আকন্জী বাড়ি, আকুআলী বেপারী বাড়ির সম্মূখ দিয়ে চাটখিল – পোদ্দার বাজার সড়কের সংযোগ সড়ক  সংস্কারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার জনগণ, হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,হাটপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেন। হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ জানান গোবিন্দ পুর, দশানী টবগা  দুই গ্রামের শিক্ষার্থী এই সংযোগ সড়ক দিয়ে বিদ্যালয়ে আসে। রাস্তাটির সলিং করা হয়েছে পাঁচ  হতে ছয় বছর পূর্বে। এখন রাস্তার সলিং ভেঙে খানা খন্দের সৃষ্টি হয়।বিগত বন্যা পরবর্তী রাস্তাটি দিয়ে হাটা বা চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে। এই বর্ষায়  প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকার শিশু, বৃদ্ধ মানুষ রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটে, এমনকি পড়ে গিয়ে আহত পর্যন্ত হয়ে থাকে। তাই রাস্তটি অতি দ্রুত সংস্কার করা জরুরী।
বটতলা – বাঁশতলা সড়ক ও চাটখিল – পোদ্দার বাজার সড়কের সংযোগ সড়ক হাটপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী  গোবিন্দ পুর মজুআলী বেপারী বাড়ি, আখন্জী বাড়ির সামনে দিয়ে রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধনে এলাকার জনগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।