চাটখিলে আদালতের রাশ অমান্য করে মুক্তিযোদ্ধার ঘর জবর দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ মোঃ হানিফ।। আদালতের রায় অমান্য করে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া মনসাধের বাড়ির বীর মুক্তিযোদ্ধা আব্দুল অদুদ (৭৬) এর ভোগদলীয় সম্পত্তি সহ একটি ঘর জবরদখল করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে মুক্তিযোদ্ধা আব্দুল অদুদ গত রোববার চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট একই বাড়ির ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, আব্দুল অদুদ এর সাথে একই বাড়ির মীর শাহজাহান এর সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মীর শাহাজাহান ২০১৪ ও ২০১৬ সালে আব্দুল অদুদের বিরুদ্ধে দেওয়ানী আদালতে দুটি মামলা দায়ের করে। মামলা দুটিতেই আব্দুল অদুদ এর পক্ষে আদালত রায় দেয়। আদালতের এই রায় অমান্য করে গত ২৫ ফেব্রুয়ারি মীর শাহাজাহান এর ছেলে আল আমিন (৩০) ও তার ছোট ভাই রুহুল আমিন (২৮), তাদের মা মমতাজ বেগম (৬০) ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জন সন্ত্রাসী নিয়ে মুক্তিযোদ্ধা অদুদের ভোগ দখলীয় কিছু সম্পত্তি ও একটি বসত ঘর জবরদখল করে নেয়। এই ব্যাপারে মুক্তিযোদ্ধা আবদুল অদুদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের ডেকে আদালতের রায় এর কথা জানান। জবরদখল কারীরা কারও কথায় কর্ণপাত না করে এই সম্পত্তি অদুদকে ভোগদখল করতে দিবে না এবং এই ব্যাপারে বাড়াবাড়ি করলে অদুদ ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। আবদুল অদুদ গত রোববার দুপুরে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগের কপি প্রদান করেন এবং বলেন তিনি এবং তার পরিবার বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে এই ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: