মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাথে মতবিনিময় করলেন ড. রফিকুল ইসলাম হিলালী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী ।
মঙ্গলবার (১৫জুলাই) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড (পুরাতন) কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি ।
উক্ত সভায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন । কেননা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বিএনপি একই সূত্রে গাঁথা । তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, একজন অকতোভয় বীর সেনানী ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ডেপুটী কমান্ডার আব্দুল কুদ্দুস খন্দকার লালচান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঞা, মুক্তিযোদ্ধা সন্তান কবিরুল ইসলাম, শাহাদাত হোসেন শুভ্র প্রমুখ ।