নাসিরনগরে পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলায় গ্রেফতার আ. লীগ নেতা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কুলিকুন্ডা মোড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন নাসিরনগর থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ।
আব্দুল মজিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে এবং নাসিরনগরে দায়েরকৃত পুলিশ এসল্টের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।