আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫
মো.শিফাত মাহমুদ ফাহিম ।।
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি সহ দেশের অভ্যন্তরে একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে আত্রাই উপজেলা বিএনপির ব্যানারে বের হওয়া বিক্ষোভ মিছিলটি আত্রাই উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল জলিল চকলেট। যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.পারভেজ ইকবাল,যুগ্ম আহ্বায়ক মো.আশরাফুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম।যুবদল নেতা মোঃ হাফিজ আকন্দ,মো.রনি মৃধা,মো.রফিকুল ইসলাম, শামীম হোসেন, বিপ্লব।স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ হোসেন, সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাস, কৃষকদলের সভাপতি আসাদুজ্জামান বুলেট ও সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী খান, শ্রমিকদলের সভাপতি মোতালেব হোসেন ও সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন। মহিলা দলের সভাপতি আঞ্জুমান-আরা ও সাধারণ সম্পাদক আঙ্গুরী বেগম এবং জিয়া সাইবার ফোর্সের সভাপতি আব্দুর রহমান সেন্টু,যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হোসেন পাপ্প।
আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: রিফাত হাসান,সিনিয়র সহ সভাপতি মো: নাছিম হোসেন রাহুল, সহ-সভাপতি মো: নাইমুল ইসলাম পারভেজ,সহ সভাপতি:তপু প্রসাদ,সহ সভাপতি মো: রাকিবুল ইসলাম,সহ সভাপতি মো: মামুল সরদার,সহ সভাপতি,আফসান হোসেন, সাধারণ সম্পাদক মো: সাজু মৃধা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিহাদ হোসেন।যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিসান আহমেদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক মো: মমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো: তপু শাহা,সহ-সাংগঠনিক সম্পাদক,মো: এস এম আল মারুফ,সহ-সাংগঠনিক সম্পাদক মো: আরিফুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক,মো: রাব্বানী, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম রিপন,দপ্তর সম্পাদক মো: আইনুল ইসলাম।
থানা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল হোসেন, সদস্য সচিব সাব্বির রহমান আদর,ছাত্রদল নেতা পলাশ, শুভ, কাউছার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।নেতারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তাঁকে উদ্দেশ্য করে বিকৃত ছবি ও অপমানজনক মন্তব্য ছড়ানো জাতির আত্মপরিচয়ের ওপর আঘাত। একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে একটি ষড়যন্ত্রমূলক মহল রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে এবং তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হচ্ছে। বক্তারা বলেন, দেশের অভ্যন্তরে একটি গুপ্ত সংগঠন ইচ্ছাকৃতভাবে মব তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, যাতে নির্বাচন বানচাল করা যায়। এ সময় গুপ্ত সংগঠনের ষড়যন্ত্র বন্ধ না হলে রাজপথেই এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ জিয়াউর রহমানের একটি বিকৃত ছবি ছড়িয়ে পড়ে, যা নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। একই সঙ্গে টেলিভিশন টকশো ও অনলাইন পোর্টালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচারিত হয়। ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে গত ১৪জুলাই দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বিএনপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানায়।
নেতারা বলেন, এই দেশ শহীদের রক্তে অর্জিত। যারা শহীদদের সম্মানহানী করে, তারা কখনো দেশের মঙ্গল চায় না। নির্বাচন বানচাল বা বিরোধী মত দমন করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণই শেষ কথা বলবে।
আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে শামিল হওয়ার আহ্বান জানান।