ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আবু সাঈদসহ দুইজন নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শুরুতে এই দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে আসা জামায়াতের নেতাকর্মীদের বহনকারী একাধিক বাস মহাসড়কের পাশে পার্ক করে রাখা ছিল। যাত্রীরা পাশের মডেল মসজিদে নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
মাওলানা আবু সাঈদ পার্ক করা একটি বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে এসে অন্য একটি বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সরাসরি মাওলানা আবু সাঈদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
এই ঘটনায় আরও অন্তত চারজন আহত হন। তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, একই দিন সকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে দুইটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় জামায়াত নেতা ঘটনাস্থলেই মারা যান এবং আরও কয়েকজন আহত হয়েছেন। অপরদিকে, ভ্যান দুর্ঘটনায় আরেকজন মারা গেছেন সংবাদ পেয়েছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোঃ রিপন শেখ ।।