গোপালগঞ্জ ও কোটালীপাড়া বিএনপির সংবাদ সম্মেলন, নিহতদের ময়না তদন্তে কবর থেকে মৃতদেহ উত্তোলন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। আজ ২১ জুলাই গোপালগঞ্জ জেলা বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে ও কোটালীপাড়া বিএনপি পুলিশের গণ গ্রেফতারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে আজ গোপালগঞ্জ জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে ১৬ জুলাই হামলা সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি করার প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করে সংবাদ সম্মেলন করে বলেন গত ১৬ জুলাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য দ্বারা এনসিপির সমাবেশে হামলা এবং সরকারি সম্পদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে এবং এ সংক্রান্ত মামলায় নিরিহ ব্যাক্তিদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করার আহ্বান জানান । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জান, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ। রোববার (২০ জুলাই) কোটালীপাড়ার ঘাঘর বাজারের দলীয় কার্যালয় বিএনপি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার ও পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ দারিয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন গত বুধবার ১৬ জুলাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া পয়সারহাট- কোটালীপাড়া -গোপালগঞ্জ রোডের বিভিন্ন স্থানে গাছ কেটে রাস্তা বন্ধ করে মিটিং মিছিল করে জনসাধারণের চলাচলের পথ বন্ধসহ জনমনে ভীতির সৃষ্টি করে এ ঘটনায় কোটালীপাড়া থানার পুলিশ পরিদর্শক এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে এজাহার ভুক্ত ১৫৫ জনের নাম উল্লেখসহ ১৫০০ জন অজ্ঞাত দেখিয়ে একটি মামলার দায়ের করেন। এই মামলায় উপজেলার সাধারণ মানুষকে গ্রেফতারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা বিএনপি’র পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলায অধিক অংশ আসামি সাধারণ মানুষ। এরা রাজনীতি করে না। রাজনীতির সাথে জড়িত না। তাহলে পুলিশ কিভাবে এবং কাদের উস্কানিতে এই মামলায় নিরহ জনগণকে আসামি করল । পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশের উদ্দেশ্য করে বলেন বিক্ষোভের সময় আপনারা সেখানে উপস্থিত ছিলেন। তখন আপনারা কাউকেই আটক করেন নাই কেন? আপনাদের কাছে তো ফুটেজ আছে তাহলে ফুটেজ দেখে তাদেরকে আপনারা আসামি করছেন না কেন? এবং তাদের গ্রেফতার করছেন না কেন? তিনি আরো বলেন আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি আর সেই সাধারণ মানুষ যদি হয়রানির শিকার হয় তাহলে আমরা বসে থাকবো না আমরা সাধারণ মানুষ নিয়ে রাজপথে প্রতিহত করব। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফাইকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, যুবদলের সদস্য সচিব মান্নান সেখ,ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সহ আরো অনেকে । এদিকে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার ১৫৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০০ মোট ১৬৫৫ জনের নামে ১৫/১-(ক), ১৫/১-(খ) ধারায় মামলা দায়েরের কথা জানিয়েছেন। কোটালীপাড়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান এ পর্যন্ত গ্রেফতার অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান চলমান থাকবে মর্মে তিনি জানিয়েছেন। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পক্ষ থেকে ১৬ জুলাই সংঘর্ষে মৃতদের ময়না তদন্ত না করার বিবৃতি প্রকাশ করেছে, বিবৃতিতে উদ্ভূত পরিস্থিতিতে মৃতদের ময়না তদন্ত প্রক্রিয়ায় মৃতের স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠে, আমরা বারবার থানা পুলিশ ও প্রশাসনের যোগাযোগে ব্যর্থ হই,সে সময়ে হাসপাতাল কম্পাউন্ডে পুলিশী নিরাপত্তা ছিল না, উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ কর্তৃপক্ষকে ব্যাতিব্যস্ততায় আমাদের ডাকে সাড়া দেওয়া সম্ভব ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষের অসহায় পরিবেশে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় মৃতের উত্তেজিত স্বজনেরা মৃতদেহগুলি সৎকারের উদ্দেশ্যে নিয়ে যায়। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা যায় আজ ৬ দিন পরে ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে গোপালগঞ্জ কবরস্থান হতে রমজান কাজী ও ইমন তালুকদারের মৃতদেহ ও টুংগীপাড়া থেকে সোহেলের মৃতদেহ উত্তোলন করা হয়েছে ময়না তদন্তের জন্য । SHARES সারা বাংলা বিষয়: