কেন্দুয়ায় হাওর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় (৬) দিন পর মোঃ কেনু মিয়া (৫৪) নামক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
সোমবার (২১ জুলাই) দুপুরে সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের বাড়ির পেছনের হাওর থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয় ।
জানা যায়, প্রথমে স্থানীয় লোকজন একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে ।
নিহত কেনু মিয়ার পিতার নাম মৃত আব্দুর রাশিদ । কেনু মিয়া গত বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ছয় (৬) দিন আগে । পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায় নি ।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায় নি । প্রাথমিক সুরতহালে তেমন কোন ক্ষতও না পাওয়া যায় নি ৷ তবে ধারণা করা হচ্ছে বেশ কিছু দিন আগে মৃত্যু হয়েছে । ফলে মৃতদেহ স্বাভাবিক ছিলো না । তিনি আরো বলেন, নিখোঁজ হওয়ার পর থানায় কোন সাধারণ ডায়েরিও করে নি পরিবার এবং লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে ।
কোহিনূর আলম।।