মনপুরায় কৃতিত্বের স্বীকৃত পেল ২৮ মেধাবী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫ ভোলার মনপুরায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন’ স্কিমের (এসইডিপি) আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (২৩ জুলাই) সকালে মনপুরা সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং সম্প্রতি ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর চন্দ্র নন্দী। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বি এবং বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান আমন্ত্রিত থাকলেও বিশেষ কারণে তাঁরা উপস্থিত থাকতে পারেননি। উপজেলা ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব আলম শাহীন, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম জসিম, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমানসহ আমন্ত্রিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের এই সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাকুচিয়া কারামাতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হক আব্বাসী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মো: হোসাইন।। SHARES সারা বাংলা বিষয়: