কয়রায় জাতি বৈচিত্র্য দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।  বিভিন্নতা নয় বিভেদ নয়, বৈচিত্র্যই আমাদের শক্তি এই প্রতিপাদ্যে খুলনার কয়রায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে জাতি বৈচিত্র্য দিবস পালন উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী-আদিবাসীদের সম্পৃক্ত করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সুন্দরবন আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি  বলাই কৃষ্ণ সরদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। বৈচিত্র্যের সম্মান ও সংরক্ষণে রাষ্ট্র ও সমাজের যৌথ উদ্যোগ জরুরী এছাড়াও অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের লোকজন সহ আদিবাসী সদস্যরা উপস্থিত ছিলেন।