বিয়ের পিঁড়িতে বসা হলো না চান্দিনার অমিতের;জ্বললো না যজ্ঞের আগুন জ্বললো চিতার আগুন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
খোকা চৌধুরী।। 
কথা ছিলো বিয়ের আসরে যজ্ঞের আগুন জ্বলার। কিন্তু জ্বললো না যজ্ঞের আগুন বরং তা বরের দাহতে চিতার আগুন হয়ে জ্বললো। চান্দিনা উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে বরযাত্রী নিয়ে কনের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় অমিত সরকার রিপন নামের বর-এর। গত ৩১ জুলাই রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর পৌঁছার পর বুকের প্রচন্ড ব্যাথা অনুভব করেন বর অমিত। দ্রুত তাকে গৌরীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়। রাত ২টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অমিত সরকার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে তার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে, ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকার ও গৃহিনী রাধারাণী সরকারের দুই সন্তান ছিল অমিত সরকার ও আশিক সরকার। গত তিন বছর আগে ঘুমের মধ্যে ছোট সন্তান আশিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। দুই সন্তানকে হারিয়ে ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।
একই বাড়ির বাসিন্দা গুরুপদ সরকার বলেন জানান, বরযাত্রীর গাড়ি বহরে আমিও ছিলাম। বরের গাড়ি অতিক্রম করে আমরা সামনে চলে যাই, কিছুক্ষণ পর বরের প্রাইভেটকার চালক আমাদের গাড়ি চালকে ফোন করে বলেন, গাড়ি ঘুড়িয়ে গৌরীপুর আসেন। বর অসুস্থ। রাজধানীর ল্যাবএইডে নেয়ার পর আর বিয়ে বাড়িতে যাওয়া হয়নি!