কেন্দুয়া থানাধীন পেমই পুলিশ তদন্ত কেন্দ্র দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ কোহিনূর আলম । । নেত্রকোণার কেন্দুয়া থানাধীন পাইকুড়া ইউনিয়নে অবস্থিত পেমই পুলিশ তদন্ত কেন্দ্রটির রয়েছে আলদা প্রাকৃতিক সৌন্দর্য । দেখলেই চোখ জুড়িয়ে যায় । তাছাড়া এখানে রয়েছে নারী ও পুরুষের জন্যে আলাদা হাজতখানা । রয়েছে- মালখানা রুম, অস্ত্রাগার রুম, জিজ্ঞাসাবাদ রুম, একটি মসজিদ, অজুখানা এবং শানা বাঁধানো ঘাটের একটি পুকুর । তদন্ত কেন্দ্রটি এক সময় ক্যাম্প হিসেবেই পরিচিত ছিলো । পাইকুড়া , মোজাফরপুর , রোয়াইলবাড়ি আমতলা ও চিরাং ইউনিয়নের দায়িত্বে রয়েছেন এই তদন্ত কেন্দ্রের ইন্স: মো. তোফাজ্জল হোসেন । একদিন কথা হয় তাঁর অফিস রুমে । তিনি আক্ষেপ করে বলছিলেন, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করি । ৬ অক্টোবর ২০২৪ সালে এই তদন্ত কেন্দ্রে যোগদান করি আমি । এর চারপাশে ছিলো ঝোপঝাড় । অনেকটাই পরিষ্কার করা হয়েছে । এলাকার মানুষ আগের চেয়ে বেশি আসছে এখন । মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ কিছুটা হলেও কমেছে । কিন্তু এগুলো হাইলাইটস হয় না ! আমাদের এসআই ২ জন ও এএসআই ২জন । অথচ দরকার ৪জন করে । এছাড়া কনস্টেবল ১২জন । ড্রাইভার ২জন । গাড়ি বলতে ছোট্ট একটি পিকআপ রয়েছে । তবে মোটরসাইকেল রয়েছে আমাদের । তিনি আরো বলেন, পরিচ্ছন্নতা কর্মী নেই । কম্পিউটার অপারেটর নেই । ফ্যামিলী কোয়ার্টার নেই । নেই মূল ফটকে নেইম-প্লেট পর্যন্ত । এমন সীমাবদ্ধতার পরও নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা । বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জের সাথে কাজ করতেই উপভোগ করে । এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন । SHARES সারা বাংলা বিষয়: