বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ এনএসএস এর উদ্যোগে ৬ সপ্তাহ ব্যাপী কারাতে প্রশিক্ষণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

বিল্লাল হোসেন।।

বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ এনএসএস এর উদ্যোগে ৬ সপ্তাহ ব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ। মোঃ বেলাল হোসেন বরগুনা জেলা আমতলী উপজেলা প্রতিনিধি এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় এনএসএস কর্তৃক বাস্তবায়িত এমপাওয়ার প্রকল্পের আওতায় ছয় সপ্তাহ ব্যাপী কারাতে প্রশিক্ষনেরসমাপনী অনুষ্ঠিত হয় । সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় ২০ জন কিশোরীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না এমপাওয়ার প্রজেক্ট এর পিসি তাজমেরী জাহান লিখন ফাইন্যান্স কর্ডিনেটর আবুল বাশার Aফোরটি প্রকল্পের পিসি লিমন বিশ্বাস ও প্রশিক্ষক জাহিদুল ইসলামসহ এনএসএস এর সহকর্মীরা উপস্থিত ছিলেন।