মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক‍্যাম্প অনুষ্ঠিত হয়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
(৩ আগষ্ট ) রোজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত,
শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগান  হাসপাতালে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়, সার্বিক ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা,
আর্থিক সহযোগীতায় গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক, চক্ষু চিকিৎসা ব্যবস্থাপনায়, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড হাসপাতাল কুলাউড়া,
গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের ফ্রী ক্যাম্প সার্বিক সহযোগিতায় ছিলেন-চা শ্রমিকদের সেবক সংগঠন ও শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা, আর্থিক সহযোগীতায়, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক।
২৩৬ জন‍ রোগীকে সেবা প্রদান করেন, ছানি অপারেশনের জন‍্য চিহ্নিত করা হয় ৫০ জন ৪১ জনকে চশমা দেওয়া হয়, ১৫৫০০ হাজার টাকার ঔষধ বিতরণ করা হয়, স্কুলের ছাত্র ছাত্রী ও চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেন ৫০০ টি ফল গাছের চারা।
৪০ জনকে অপারেশনের জন‍্য কুলাউড়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়,বাকি ১০ জনের বিপি ও ডায়বেটিস বাড়তি পরে নেওয়া হবে।
ক্যাম্প সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন চা শ্রমিকের সেবক সংগঠন এর সভাপতি বিষ্ণু হাজরা রাজু, সন্তোষ লোহার ,শান্ত মৃধা, রুপম তাঁতী,ও শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন,
 মঈনুল ইসলাম,ভারপ্রাপ্ত সভাপতি,
শেখ রিপন আলী ওয়ারিস, সহ-সভাপতি, মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইয়াসিন আহমেদ শরিফ, ‌সহ-সাংগঠনিক সম্পাদক, সামিয়া আক্তার প্রিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা, কার্যকরী সদস্য জান্নাত আক্তার , জাহিদ হাসান জয়, মোঃ মোবারক হোসেন, তারেক মিয়া, তোফাজ্জল হোসেন রাকিব, সৌরভ পাল,
গ্রাউকের পক্ষে উপস্থিত ছিলেন,
সহ: রিজিওনাল ম্যানেজার  বাবু মহাদেব ভূঁইয়া।
শ্রীমঙ্গল ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক বাবু  সুজিত বিশ্বাস।
আরও  উপস্থিত  ছিলেন কালিঘাট চা বাগান হাসপাতালের  ডাঃ মোঃ সায়েম কামাল।
সাংবাদিক,মোঃ ছায়েদ আলী ও মোঃ ইয়াসিন আহমেদশরিফ,
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়া ক‍্যাম্প অর্গানাইজার মোঃ আশিকুর রহমান সরকার প্রমুখ।