শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫ মোঃ মুরাদ মিয়া।। শেরপুরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার বিকেলে দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা পাঠ, আলোচনা ও পুরস্কার বিতরণীর অংশ হিসেবে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির সাবেক সহকারী শিক্ষক হারুন অর রশিদ খান, এরপর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, শেরপুর কালেক্টরেট স্কুল এর প্রধান শিক্ষক ইসরাত পুতুলসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদেরকে আগামী ১০ আগস্ট আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। SHARES সারা বাংলা বিষয়: