ভাঙ্গায় কাঁচা সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

ফরিদপুরের ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড়দিয়া পূর্ব পাড়া হতে বড়দিয়া  দাখিল মাদ্রাসাও বড়দিয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় ও বড়দিয়া কর্মী মাদ্রাসা ও এতিমখানা এবং বড়দিয়া কেন্দ্রীয় কবরস্থান থেকে কাজী বাড়ির মোড় ও মাদ্রাসা, থেকে বড়দিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কের এই অচলাবস্থার জন্য ওই এলাকার মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের এই ভোগান্তি দূর করতে রাস্তাটি পাকা করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে ওই এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ ও এলাকাবাসী।
এসময় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, আমাদের এলাকায় একটি কর্মী মাদ্রাসা, একটি প্রাইমারী স্কুল, একটি গোরস্থান সহ আরব বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তোমার তো সড়কের জন্য স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না। এই এলাকায় মানুষ মারা গেলে এই রাস্তার কারণে গোরস্থানে নিতে কষ্ট হয়। তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই রাস্তা অতি দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া স্কুলের শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির দিনে এই কর্দমাক্ত রাস্তা দিয়ে স্কুলে যেতে আমাদের অনেক কষ্ট হয়। মাঝেমধ্যেই রাস্তার কাঁদার মধ্যে পড়ে গিয়ে আমাদের জামা কাপড় ও বই খাতা নষ্ট হয়ে যায়। তাই এই এই সড়কটি পাকা করার জন্য দাবি জানাই আমরা।

মোঃ রিপন শেখ ।।