মনপুরায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা আখতারুজ্জামান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

ভোলা জেলার মনপুরা উপজেলায় চাঁদাবাজি ও একাধিক অপরাধের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান তানভীর (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, মনপুরা থানার মামলা নং-০৩, তারিখ ০৯ আগস্ট ২০২৫, পেনাল কোডের ৪৪৮ (গৃহভবনে অনধিকার প্রবেশ), ১৪৩ (অবৈধ সমাবেশ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত), ৩০৭ (হত্যাচেষ্টা), ৩৮৫ ও ৩৮৬ (চাঁদাবাজি), ৪২৭ (সম্পত্তি ক্ষতিসাধন) এবং ৫০৬(২) (মারাত্মক হুমকি) ধারায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি তানভীরকে শনিবার সকালে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।আটকৃত  আখতারুজ্জামান তানভীর মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের বাঁধেরহাট এলাকার বাসিন্দা এবং আঃ মান্নান হাওলাদারের জ্যেষ্ঠ পুত্র।  অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত চাঁদা আদায় করতেন।গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার একটি টিম বাঁধেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, চাঁদাবাজি ছাড়াও তার বিরুদ্ধে সহিংসতা, সম্পত্তি ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে।মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব এখানে কোনো গুরুত্ব পাবে না।”এ ব্যাপারে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক ইকরামুল কবিরের কাছে জানতে চাইলে  তিনি বলেন,আমি ঘটনাটি শুনেছি, আমরা কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেই না সে যে হোক না কেন। এছাড়াও আমরা ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবে।উল্লেখ্য, ৫ ই আগস্টের পর থেকে আঃ মন্নান হাওলাদার, তার ভাই হোসেন হাওলাদার এবং তার ছেলেদের অত্যাচারে মনপুরার খেটে খাওয়া সাধারণ মানুষ অতিষ্ঠ, এমন কোন অন্যায় নাই যা তারা করে নাই। যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ফলস্বরূপ তার এক ছেলেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এলাকাবাসী এবং ভুক্তভোগীর বিএনপির হাই কমান্ডের কাছে এদের ব্যাপারে  দলীয়ভাবে কঠোর ব্যবস্থার জোর দাবি জানিয়েছে।এদিকে গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিলেও তানভীরের সমর্থকরা দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।

মহিব্বুল্যাহ ইলিয়াছ।।