মায়ের ওপর অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
মোঃ জামাল শেখ।।
 গোপালগঞ্জের কাশিয়ানীতে মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানে নবম শ্রেণির অর্পিতা বসু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চরভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অর্পিতা বসু উপজেলার উত্তর চরভাটপাড়া গ্রামের গণেশ বসু’র  মেয়ে। চরভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রতিবেশীরা জানান, অর্পিতা বসু মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় ছোট ভাই ফোন চাইলে অর্পিতা বসু না দেওয়ায় মা ফোনটি নিয়ে ছোট ভাইকে দিয়ে দেন। এ ঘটনায় অর্পিতা বসু ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। মা গালমন্দ করেন।
একপর্যায়ে পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে সে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।