কয়রায় মিথ্যা সংবাদ সম্মেলনের প্ততিবাদে সংবাদ সম্মেলন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
 অরবিন্দ কুমার মণ্ডল।।
কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার মাঝেরআইট গ্রামের মধুসূদন সরকারের পুত্র অচিন্ত্য কুমার সরকার।
১০ আগস্ট রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৯ আগস্ট ১নং কয়রা গ্রামের কামরুল ইসলাম ঢালীর পুত্র সাজেদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সহ আরও ৪ জনের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট।
 প্রকৃত ঘটনাটি হলো যে, আমার প্রতিপক্ষরা উল্লেখিত জমি কয়রা মৌজায় এস এ ১০২৯, ১০০৪, ১০০৭ ও ২৫২ নং খতিয়ানে রেকডীয় মালিক আমার পূর্ব পুরুষেরা। ঐ জমি ২০০৪ সালে কামরুল ইসলাম গংরা আমার শরীক মৃত্যুঞ্জয় সরকার গংদের নিকট হতে খরিদ করেছে বলে দাবী করে। কিন্তু মৃত্যুঞ্জয় সরকার গংরা বাংলাদেশ স্বাধীনের পূর্বে নিরুদ্দেশ রয়েছে। কামরুল ইসলাম গংরা যে দলিলের মাধ্যমে উক্ত সম্পত্তির দাবী করছে  তার দলিলটি আদৌ সঠিক কিনা তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। ঐ দলিলের বৈধতা নিয়ে ইতিমধ্যে কয়রা দেওয়ানী আদালতে একটি মামলা চলমান রয়েছে। যার নং-৬৬/১৬। ইতিপূর্বে ঐ সম্পত্তি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গায় শালিশী বৈঠক হলেও তা কামরুল ইসলাম গংরা কোন সিধান্ত মানে না। আমি একজন সরকারী কর্মচারী হওয়ায় আমার চাকুরীতে ক্ষতি করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারই রেশ ধরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে যে,  তাদের বসত বাড়ীর ঘেরাবেড়া ভাংচুর করা হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে । তথ্যটি সম্পূর্ন  মিথ্যা ও ভিত্তিহীন। ঐ ঘটনার রেশ ধরে কয়রা থানায় একটি জিডি করা হয়েছে। তা মিথ্যা। তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। প্রতিপক্ষরা খুবই প্রভাবশালী হওয়ায় আমরা সংখ্যালঘু  সম্প্রদায় হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাইনা। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ও সঠিকভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।