দাকোপের চালনা শহর ভ্যান/রিক্সা চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত লোকমান সভাপতি ও আজিম সম্পাদক নির্বাচিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

দাকোপের চালনা শহর ভ্যান/রিক্সা চালক সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্নিবাচনে মোঃ লোকমান গাজী সভাপতি ও মোঃ আজিম শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১০ আগস্ট রবিবার সকাল আচাভুয়া বাজারের সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও সহকারী সমবায় কর্মকর্তা সাবুর রহমানের উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে সর্বমোট ২১০ জন ভোটারের মধ্যে ১৯৯ জন ভোটার ভোট প্রদান করেন। তন্মধ্যে ১০৭ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ লোকমান গাজী ও ৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মোঃ আজিম শেখ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণভাবে ও আনন্দ মুখর পরিবেশে ভোটারা যার যার মনোনীত প্রার্থীকে ভোট দেন। মোট ১২ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সদস্য পদে ৩ জন।  এছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক সহযোগীতা করেন দাকোপ থানা পুলিশের এস আই সাইমুন ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সার্বক্ষণিক ায়িত্ব পালন করেন।

অরবিন্দু  কুমার মন্ডল ।।