ওসমানীনগরে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ সিলেটের ওসমানীনগরে আদালতে দায়ের করা ৫ মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক থাকা সাজা পরোয়ানা ভুক্ত পলাতক আসামীকে অবশেষে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে সিলেট শাহপরান থানাধিন নুরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃত আসামী ইকবাল হোসেন ৫০। ওসমানীনগর উপজেলার একারাই গ্রামের আব্দুল মালিকের পুত্র। পুলিশ ও একাধিক সুত্রে জানা যায় , আসামী ইকবাল হোসেন ব্যাংক থেকে লোন নিলে সেই লোনের কিস্তি পরিশোধ না করায় ব্যাংক কতৃপক্ষ বাদি হয়ে ইকবাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে পুলিশ থাকে গ্রেফতার করে। ওসমানীনগর থানার এস.আই শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ইকবাল হোসেনকে শাহপরান থানা নুরপুর এলাকা থেকে গ্রেফতারের পর সোমবার আদালতে প্রেরণ করা হবে। শরীফ আহমদ চৌধুরী ।। SHARES সারা বাংলা বিষয়: