দুই মাসে মনপুরায় সাপের উপদ্রব, তিনজনের মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

ভোলা জেলার দ্বীপাঞ্চল মনপুরায় গত দুই মাসে সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন আক্রান্ত হয়েছেন।নিহতরা হলেন—খোকন মাঝির ছেলে শাকিল (২৬), ইউনুস বেপারী (৬৫) এবং রফিজল (৬০)।স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিপাত, নদীর পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার কারণে সাপ বসতবাড়ি, ধানক্ষেত ও বাগানে প্রবেশ করছে। ফলে সাপের কামড়ের ঘটনা বেড়েছে।আক্রান্তদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, সাপের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং দ্বীপে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।এ ব্যাপারে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবির সোহেল বলেন, মনপুরায় সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সাপে কাটা রোগীর জন্য প্রথম ১০০মিনিট অতি গুরুত্বপূর্ণ, সাপে কাটার সাথে সাথে ওজার কাছে না গিয়ে  হাসপাতালে আনার জন্য আমরা বিভিন্ন সচেতনতা মূলক কাজ করছি। তিনি আরও বলেন হাসপাতালে অ্যান্টিভেনম  পর্যাপ্ত সরবরাহ করেছে।

মহিব্বুল্যাহ ইলিয়াছ।।