কেন্দুয়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে ফাটল ও পলেস্তরা খসে পড়ায় আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়ার ধোপাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ছাদে ফাটল ও পলেস্তরা খসে পড়ায় আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা দেড়টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চিরাং ইউনিয়নের ধোপাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ছাদে ফাটল এবং পলেস্তরা খসে পড়েছে । জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন অফিস ও বিদ্যালয়ের ক্লাস চালিয়ে যাচ্ছেন ৬জন নারী । যদিও ২জন ছুটিতে রয়েছেন । জানা যায়, গত ১৭ জুলাই সকালে অফিস রুমের তালা খুলে এমন নাজুক অবস্থায় দেখতে পান শিক্ষকেরা । এতে ভীষণ আতঙ্কে রয়েছেন, শিক্ষক ও শিক্ষার্থীরা । তাছাড়া বিদ্যালয়ের দু একটি ক্লাসরুমেরও একই দৃশ্য । খসে পড়ছে পলেস্তরা । কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে । তারা চান খুব দ্রুত যেনো এর সমাধান করা হয় ।
প্রধান শিক্ষক শিকা পণ্ডিত বলেন, বিদ্যালয়ের ভবনটি ২০০০ সালে নির্মাণ করা হয়েছিলো । যা বর্তমানে অনেকটা জরাজীর্ণ । বিশেষ করে অফিস রুমের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ । ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ  সহকারি শিক্ষা অফিসার পরিদর্শন করেছেন । তবে এখনো পর্যন্ত কোন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী আসেন নি ।  এমতাবস্থায় আমরা যথেষ্ট ভয়ের মধ্যেই থাকি । তাই এটি খুব দ্রুত মেরামতের আশা রাখি ।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ইতোমধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করেছি । তিনি আরো বলেন, জরাজীর্ণ বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি । আশা করি শীঘ্রই নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে ।