মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সমাজসেবায় অবদান রাখায় ১৯ সংগঠনকে সম্মাননা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫ মারুফ আহমদ হৃদয় ।। মৌলভীবাজারের বড়লেখায় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বড়লেখা প্রেসক্লাবসহ ১৯টি সামাজিক সংস্থাকে সম্মাননা সনদ প্রদান করেছে প্রবাসী কল্যাণ পরিষদ। শুক্রবার বিকেলে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সম্মাননা সনদ প্রদানের সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সহকারী শিক্ষক জাকির হোসেন, সমাজসেবক আমিনা বেগম ডলি, টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন, বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ সমাজসেবক মাহতাব আল মামুন, ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: