বগুড়ার কাহালু ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা কিশোর গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫ মোঃ আবু সাঈদ।। কাহালু বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলার কাহালু সদর ইউনিয়নে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা মামলা মানিক হোসেন অন্তর (১০)নামের কিশোর গ্রেফতার।জানা যায় গ্রেফতারকৃত মানিক হোসেন (অন্তর)কাহালু সদর ইউনিয়নে -মহেশপুর গ্রামের (হাড্ডিপট্টি) মোঃ আনিসুর রহমানের পুত্র মামলা সূত্রে উল্লেখ করা হয়েছে গত শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ৬ বছরের শিশু কন্যাকে আমড়া খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মহেশপুর (হাড্ডি পট্টি ) মহেশপুর গ্রাম সংলগ্ন সুলতানের চাতালের পুকুরের পশ্চিম পাড়ে পাইকড় গাছের নিচে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে কিশোর মানিক হোসেন অন্তর ।এ সময় ভিকটিমের মা ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই কিশোর মোঃ মানিক হোসেন অন্তর (১০) পালানোর চেষ্টা করে । এ সময় তাকে আটক করে কাহালু থানায় নিয়ে এসে গত শুক্রবারেই মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। কাহালু থানার অফিসার ইনচার্জ ( ওসি) নিতাই চন্দ্র সরকার জানান , এ ঘটনায় মামলার আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: