নিরাপদ সড়কের দাবিতে বিরামপুর থেকে প্রধান উপদেষ্টা বরাবর ১০ দফা স্মারকলিপি প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
মোঃ ওয়াদুদ মন্ডল।।
দিনাজপুরের বিরামপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার ঢাকা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জাগ্রত যুব সংস্থা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ১০ দফা দাবির প্রতি সমর্থন জানান। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিদিন বাড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যথাযথ আইন প্রয়োগ, অযোগ্য চালকের বিরুদ্ধে ব্যবস্থা, যানবাহনের ফিটনেস পরীক্ষা, পথচারী পারাপারের নিরাপত্তা এবং সড়কের পাশে বেআইনি দখল উচ্ছেদসহ জরুরি পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।
কর্মসূচি শেষে জাগ্রত যুব সংস্থার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের বরাবর প্রেরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের নিকট ১০ দফা দাবির একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপির ১০ দফা দাবি
১. দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ মহাসড়ক দ্রুত সংস্কার।
২. বিকল্প একটি বাইপাস সড়ক নির্মাণ।
৩. বিরামপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাস টার্মিনাল স্থাপন।
৪. বিরামপুর কলাবাগান থেকে কলেজ বাজার পর্যন্ত স্পিড ব্রেকার নির্মাণ।
৫. গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভারব্রিজ স্থাপন।
৬. নির্ধারিত স্থানের বাইরে বাস থামতে না দেওয়া।
৭. বেপরোয়া অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণ।
৮. ট্রাফিক বক্স স্থাপন ও পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন।
৯. পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা।
১০. প্রধান সড়কে জেব্রা ক্রসিং স্থাপন।
আয়োজকরা জানান, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। তারা নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় মাননীয় প্রধান উপদেষ্টা ও সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।