বিদেশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় এক ফার্মেসিকে জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলা বাজারে মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার  দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

অভিযানে মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধ বিক্রি এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকায় একাধিক অনিয়ম ধরা পড়ে। এ সময় মডার্ন ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধ রাখার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময়ে কালিগঞ্জ থানা পুলিশ সঙ্গে ছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার শাহিন আলম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো ধরনের অনিয়ম সহ্য করবো না। বাজারে ভুয়া ওষুধ কিংবা চিকিৎসাসেবা দিয়ে কেউ যেন জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

সৌভিক পোদ্দার ।।