ধর্ম-বর্ণের সম্প্রীতির মিলনমেলায় নোয়াখালীর দুর্গাপূজা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫ মো.রিয়াজুল সোহাগ ।। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীসহ জেলার বিভিন্ন স্থানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে মণ্ডপগুলোতে বইছে উৎসবের আমেজ। প্রতিমা দর্শনে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ভক্তরা। শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষও ভিড় করছেন পূজা মণ্ডপে। এতে দুর্গোৎসব পরিণত হয়েছে সম্প্রীতির মিলনমেলায়। চৌমুহনীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, ঢাক-ঢোলের তালে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস, শিশু-কিশোরদের আনন্দ এবং নারী-পুরুষের সরব উপস্থিতি। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠারও প্রতীক। পূজা মণ্ডপগুলো ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তি আর সম্প্রীতির এ উৎসবকে কেন্দ্র করে নোয়াখালীতে বিরাজ করছে উচ্ছ্বাসের পরিবেশ। SHARES সারা বাংলা বিষয়: